এসএম জামাল :
এবারও জেলার শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ পর্যায়ে) হিসেবে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার প্রখ্যাত লেখক ড. মোঃ নবীনূর রহমান খান’।
তিনি কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
একইসাথে “কুষ্টিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের ইতিহাস (নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান) বই লিখে আলোড়ন সৃষ্টি করেছেন।
ড. মোঃ নবীনূর রহমান খান কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মতিয়ার রহমান খান ও মাতা মরহুমা লাইলী আক্তার খানম।
তিনি ইসলামি বিশ্ববিদ্যালয় বিএ (অনার্স) এমএ (প্রথম স্থান) পিএইচডি ও কম্পিউটার সাইন্সে এমএসসি ডিগ্রী অর্জন করেন। ২২ তম বিসিএস এর মাধ্যমে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবনে প্রবেশ ঘটে।
তিনি ২০১৬ ও ২০১৭ সালে শ্রেষ্ঠ শিক্ষক (বিএনসিসি) নির্বাচিত হন। স্ট্যান্ডার্ড জার্নালে তাঁর বেশ কয়েকটি প্রকাশনা রয়েছে এবং বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। বর্তমানে ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে গবেষণা ও মানবকল্যাণ এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
কুষ্টিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের ইতিহাস নিয়ে বিষদ আলোচনা রয়েছে এই বইটিতে। এছাড়াও বইটিতে স্থান পেয়েছে কুষ্টিয়ার ২টি বিশ্ববিদ্যালয়, ১টি মেডিকেল কলেজ, ৪টি সরকারি কলেজ ও ১টি বেসরকারি কলেজ। বইটিতে সর্বমোট এই ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস ও বর্তমান অবস্থা সম্পর্কে লেখক অত্যন্ত সুনিপুণভাবে লিপিবদ্ধ করেছেন।