এস এম জামালঃ
কলকাতার ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ এবং জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশ এর মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। জাগ্রত পরিবারের পক্ষে জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম এবং কলেজের পক্ষ থেকে ব্যারাকপুর রাস্ট্র গুরু সুরেন্দ্র নাথ কলেজের সম্মানিত প্রিন্সিপাল ড.মনোজিত রয় এ চুক্তি স্বাক্ষর করেন। পরে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে ব্যারাকপুর রাস্ট্র গুরু সুরেন্দ্র নাথ কলেজের সম্মানিত প্রিন্সিপাল ড.মনোজিত রয় বলেন, বাংলাদেশের সাহিত্য অঙ্গনের আলোচিত সংগঠন জাগ্রত সাহিত্য পরিষদের সাথে আমাদের আজকের এই মেলবন্ধনের মাধ্যমে আমরা উভয় দেশের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলতে চাই। বিশেষ করে সাংস্কৃতিক কর্মকান্ড সহ সকল সম্পর্ক বজায় থাকবে, পাশাপাশি আমাদের এই কলেজের শিক্ষার্থীসহ কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম তুলে ধরতে পারবো। তিনি বলেন, বাংলাদেশের সাথে আমাদের এই দেশের এমন বন্ধুতৃবপুর্ণ সম্পর্ক দৃঢ় করাসহ আমরা আন্তর্জাতিকভাবে কবিতা উৎসব পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে চাই। জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের এই গুণী সংগঠক এবং কৃতি মানবের সাথে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করাটা সৌভাগ্যের ব্যাপার। বিশেষ করে জাগ্রত সাহিত্য পরিষদের সাথে আমরা কাজ করলে দুই দেশের মেলবন্ধন আরও মজবুত হবে এবং আমাদের কলেজের সাহিত্য চর্চা আরও বেগবান হবে এমনটাই প্রত্যাশা করেন। জাগ্রত সাহিত্য পরিষদের চেয়ারম্যান জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম বলেন, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ এই কলেজটি ভারতবর্ষের মধ্যে ১১ তম এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। আমরা বিশ্বাস করি আজকের এই চুক্তির মাধ্যমে দুই দেশের সাহিত্য এবং এই কলেজের সাহিত্য চর্চায়ও এগিয়ে যাবে। এই কলেজটির সাথে আমাদের যে চুক্তি স্বাক্ষর হয়েছে আমরা এ চুক্তির জন্য কলেজ কর্তৃপক্ষ তথা কলেজের উপাচার্যর প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি দুই দেশের সাহিত্য এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই।
জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর
কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক
বিপ্লবী আনোয়ার জাগ্রত পথ শিশু অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মাঈনুদ্দিন কলেজটি অধ্যাপক,সহকারী অধ্যাপক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।