কুষ্টিয়া থেকে বিশেষ প্রতিনিধি তুহিনঃ কুষ্টিয়ায় ব্লাষ্টের সচেতনতা সভা (উঠান বৈঠক) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের হরিশংকরপুর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্টিত হয়। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ ও বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ক এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট) কুষ্টিয়া ইউনিট এই উঠান বৈঠকের আয়োজন করে।
নারী উদ্যোক্তা ঝর্ণা খাতুনের সভাপতিত্বে এসময় বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট) কুষ্টিয়া ইউনিটের প্যানেল আইনজীবী এ্যাড. শিলা বসু, ব্লাষ্টের ল ক্লার্ক ইশতিয়াক ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদ।
উঠান বৈঠকে জানানো হয়, নারী ও শিশুদের জীবনের নিরাপত্তার জন্য মানব পাচার বন্ধ করতে হবে আর এ জন্য সমাজের সচেতন জনগোষ্ঠীকে পাচারের বিরুদ্ধে দুর্লঙ্ঘ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সাথে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন বিষয়ক জনগনকে বেশি বেশি করে সচেতন করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ নিরোধে পরিবার থেকেই সেচতন হয়ে উঠতে হবে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। মানব পাচার অপরাধ দমনের জন্য এ মুহূর্তে দেশব্যাপী গণসচেতনতা বৃদ্ধি করা এবং সামাজিক আন্দোলন অত্যন্ত প্রয়োজন।
উঠান বৈঠকে বিশজন নারী পুরুষ এতে অংশগ্রহণ করে।