মেহেরপুর অফিসঃ মেহেরপুরের গাংনীতে রবীন্দ্র গান গেয়ে মাতালেন ভারতের জনপ্রিয় রবীন্দ্র কণ্ঠশিল্পী কৌশিক মজুমদার। শনিবার সন্ধ্যায় গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীতে ঘরােয়া পরিবেশে তিনি রবীন্দ্রনাথের লেখা জনপ্রিয় একাধিক গান গেয়ে দর্শন মনে দােলা দেন। এসময় স্থানীয় শিল্পীরা সেখানে গান পরিবেশন করেন।
শীতের তীব্রতাকে উপেক্ষা করে গাংনীর সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ গান উপভােগ করেন। এর আগে বিকেলে কণ্ঠশিল্পী কৌশিক মজুমদার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলামের গাংনী থানাপাড়াস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাত করতে যান। এসময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম শিল্পী কৌশিক মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কণ্ঠশিল্পী কৌশিক মজুমদার বলেন,আমি ভারতের সন্তান হলেও বাংলাদেশে আমার নাড়ি পােতা রয়েছে। তাছাড়াও ভারত-বাংলাদেশ মনে হয় যেনাে একই সূঁতােই গাঁথা। উল্লেখ্য,কণ্ঠশিল্পী কৌশিক মজুমদার রবীন্দ্র সঙ্গীতে উপর প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মেহেরপুর ও কুষ্টিয়ার দৌলতপুরে কয়েকদিনের জন্য এসেছেন। প্রশিক্ষণ প্রদান শেষে তিনি আবারো দেশে রওনা দেবেন।