মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামে জমিতে ময়লা যুক্ত পানি বের (নিষ্কাশন) করার জন্য পাইপ স্থাপন করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন। উভয়পক্ষের আহতরা হলেন-সিন্দুরকৌটা গ্রামের শুকুর আলী (৪২), আমজাদ হোসেন (৫০), জুয়েল রানা (২৫), সাকিব হােসেন (২৬), আতিয়ার রহমান (৬০), আকাশ হােসেন (২৭) ও স্বপ্না খাতুন (১৮)।
শনিবার সকালের দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,আমজাদ হােসেনের জমির উপর দিয়ে একই গ্রামের আতিয়ার রহমানের লােকজন পাইপ স্থাপনের মাধ্যমে ময়লা যুক্ত পানি বের করছিলেন। এনিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৭জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।