গাংনীতে পিকনিকের বাস উল্টে শিশুসহ ৩০ যাত্রি আহত

গাংনীতে পিকনিকের বাস উল্টে শিশুসহ ৩০ যাত্রি আহত

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে পিকনিকের যাত্রীবাহি বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত ৩০ আহত হয়েছে বলে জানা গেছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দ্রুত গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে আহতের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহতদের মধ্যে ১২ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি দেখে, কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন।

 

স্থানীয়রা জানান, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৩৭ জন যাত্রি নিয়ে হাসান পরিবহন নামের একটি বাস (যার নম্বর- মেহেরপুর জ -০৪-০০১৬)। নাটোরে পিকনিকের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি দ্রুত গতিতে গাংনীর তেরাইল-জােড়ুপুকুরিয়া ডিগ্রি কলেজের কাছে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। দুর্ঘটনার কবলে পড়ে,যাত্রীরা কিছুক্ষণ বাসের ভেতর আটকে ছিলেন। খবর পেয়ে স্থানীয় বামন্দী ফায়ার সার্ভিসের একটিদল স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরদের মধ্যে রাজনগর গ্রামের একই পরিবারের ৪জনসহ ১২ জনকে ভর্তি করা হয়। এরা হলেন- রাজনগর এলাকার দেলোয়ার হোসেন (৩৫) ও তার স্ত্রী খাজিরন নেছা (৩০), মেয়ে সুমাইয়া (১০) ও একই গ্রামের জুই খাতুন (৭), জোবাইয়া (৪) লিমা খাতুন (২৯), পলি খাতুন (৪০) ও তার ছেলে সম্রাট (১৮), চামেলী খাতুন (৩০) মুক্তি খাতুন (২৯) ও সুরমান আলী (৪০)।

 

বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলী বলেন, বাস উল্টে যাত্রীরা আটকে পড়েছিলেন। বাস যাত্রীদের বেশিরভাগ আহত হয়েছেন। বাস ফেলে পালিয়ে গেছে চালক ও হেলপার।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি হেফাজতে নেয়া হয়েছে।

রিলেটেড পোস্ট

Leave a Comment