গাংনীতে শিয়াল বাঁচাতে গিয়ে যুবক নিহত : বন্ধু আহত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন হােসেন (১৮) এক যুবক নিহত হয়েছেন । এসময় তার মোটরসাইকেলের পিছনে বসে থাকা গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কাবের উদ্দীনের ছেলে পারভেজ হোসেন (১৭) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।নিহত ইমন গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মপুর গ্রামের পশ্চিমপাড়ার ইন্তাজুলের ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

সোমবার দিবাগত রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,ইমন হাড়াভাঙ্গা গ্রামের তার মামা তৌহিদুল ইসলামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়। পথে মধ্যে সাহেবনগর-হাড়াভাঙ্গা সড়কে পৌঁছালে হঠাৎ একটি শিয়াল সড়কে উঠে পড়ে। এসময় শিয়ালটিকে বাঁচাতে ইমন তার মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মানজুরুল ইসলামের ইলেকট্রনিক দোকানে গিয়ে ধাক্কা দেয় । এসময় ইমনসহ তার বন্ধু মারাত্মক আহত হয়।
পথচারীরা তাকে স্থানীয়রা উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে বালিয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়।

রিলেটেড পোস্ট

Leave a Comment