মেহেরপুরের গাংনীতে জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাংনী পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলীর উদ্যােগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র জননেতা আহম্মেদ আলী। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভােকেট আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। দেশের উন্নয়নে স্থানীয় মানুষের সাথে জনপ্রতিনিধিদের সম্পৃক্তসহ বিভিন্ন উন্নয়নে প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।