জাগ্রত সংগঠন মানুষকে জাগিয়ে তুলতে পারবে

এস এম জামালঃ বান্দরবানে আলোয় আলোয় উদ্ভাসিত ২০২৩ সম্মাননা প্রদান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বান্দরবান পার্বত্য জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম জাহাঙ্গীর আলম।

এ সময় তিনি বলেন, আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। জাগ্রত পরিবারের সমমনা মানুষগুলো এখানে উপস্থিত হয়েছে। আমি বিশ্বাস করি সামাজিক সব অনাচারের বিরুদ্ধে মানুষের মনে শুভবোধ জাগিয়ে তোলার মানস নিয়ে জাগ্রত সংগঠন মানুষকে জাগিয়ে তুলতে পারবে।

তিনি বলেন, মানুষের মন-মানসিকতা ও উদ্বেলিত করার সাহস যোগানো একদিনে হয় নি। তিলে তিলে গড়ে তুলতে হয়েছে। এভাবেই মানুষকে জাগ্রত করে আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হবে তবেই জাগ্রত’র কথা মাননুষ শুনবে। সেদিন হয়তোবা আর বেশি দুরে নয়, যদি আপনাদের কার্যক্রম পরিক্রমা সঠিক হয়। তবে সেই আপনারা আপনাদের সেই কাঙ্খিত লক্ষ্যে পৌছাবেন নিশ্চয়ই।

নিজেকে সমাজসেবার সাথে সম্পৃক্ত রেখেছিলেন উল্লেখ করে তিনি বলেন, আমিও একদিন এই যে আজকের এই জাগ্রত সংগঠন যেভাবে মানবিক কাজ করে থাকে তেমনি এই ধারায় মানবিক মানুষ হওয়ার প্রত্যয়ে মানুষের দু:খ- কষ্ট, যন্ত্রণা, বেদনা যখন অনুভুত হয় বুঝতে পেরে আমি কৈশরকাল থেকেই এসব অসসহায় মানুষের পাশে দাঁড়াতাম।
তারই ধারাবািহকতায় আমি এইচএসসিতে পড়াকালীন সময়ে একদিকে ছাত্র সংগঠনের নেতৃত্ব অপরদিকে সামাজিক কর্মকান্ড তথা এদেশের কুলি মজুর যাদের ঘাম শ্রমের বিনিময়ে দেশ পরিচালিত হয়, যারা সমাজে মুল্যহীন সেসব মানুষের পাশে আমি দাঁড়িয়েছিলাম।
ক্ষমতাধর নামী-দামী তথাকথিত গুনী মানুষের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। তাই আমি চাই মানুষ হিসেবে মানুষের কল্যানে কাজ করতে। আমি নিজের জন্য নয়, মানুষের জন্য তাদের পাশে থাকতে চাই, আপনাদের জাগ্রতর পাশে থাকতে চাই সবসময়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জাগ্রত ব্যবসায়ী জনতার চেয়ারম্যান জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম।

অনুষ্ঠানের উদ্বোধক জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম বলেন, আমরা সবাই বিশ্বরেকর্ড গড়তে চাই, মানুষ সবসময় উপরে উঠতে চাই, মানুষ সবসময় এগিয়ে যেতে চাই ,মানুষ সবসময় দ্রুতগতিতে দৌঁড়ায়।
তিনি বলেন, যারা রক্ত দান করে থাকেন, তারা নিশ্চয় মানবসেবক হিসেবে সমাজে সমাদৃত। আমাদের মোঃ জাভেদ নাছিম বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা হিসেবে তার নাম তালিকায় উঠে এসেছে। তিনি ১৮৭ বার নিজের শরীরের রক্ত দিয়েছে। বাংলাদেশের মানুষ মানবসেবা তথা রক্তদানে এগিয়ে আছে এগিয়ে থাকবে এবং বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়াবে।

তিনি আরও বলেন, সফল হওয়া সহজ কাজ নয়। নারী বা পুরুষ যেকোন মানুষের জন্যই কঠিন কাজ সেটি। একজন নারীর জন্য সেটা আরো কঠিন। জীবনে কয়েকটি মূলমন্ত্র অনুসরণ করতে পারলে তা যে কাউকে সফল হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে নিলীমা নিলা প্রমাণ করে দিয়েছে তিনি সফল। এভাবেই ভালো কাজ এবং মানুষের কল্যাণে কাজ করলেই নিজের সফলতা অর্জন করা সম্ভব।

হিলটপ সাংস্কৃতিক গোষ্ঠী’র সভাপতি বিশিষ্ট কবি ও মানবাধিকার নেত্রী কবি নীলিমা আক্তার নীলার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাগ্রত সাহিত্য পরিষদে কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাসরিন ইসলাম, বাংলাদেশ বেতার বান্দরবান’র আঞ্চলিক পরিচালক এ বি এম রফিকুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ’র সদস্য কবি ও গবেষক সিং ইয়ং ম্রো, বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখার সভাপতি কাঞ্চন জয় তংচংগ্যা, বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা মোঃ জাভেদ নাছিম, বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখার নির্বাহী সভাপতি এম হেফাজুতুর চৌধুরী মুন, গাজীপুর কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা,জনপ্রিয় উপস্থাপক কবি রিমি কবিতা, কণ্ঠশিল্পী শহীদ ফারুকী, কবি প্রকাশ বড়ুয়া প্রমুখ।

পরে আদিবাসী মুক্তিযোদ্ধাদের নিয়ে গবেষনা ও গ্রন্থ প্রকাশসহ বিভিন্ন ক্ষেরেত্র অসামান্য অবদান রাখায় সম্মাননা জানানো হয়।

রিলেটেড পোস্ট

Leave a Comment