চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৪ দিন পর আবু সাইদ (৩২) নামের এক যুবকের অর্ধগলিত লাশ নির্মাণধীন ভবনের লিফটের বেজমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে নির্মাণাধীন একটি বিল্ডিং এ কাজের জন্য মিস্ত্রিরা গেলে ভিতরে তারা কেমন যেন পচা গন্ধ পেতে থাকে।তারপর তারা ভালো ভাবে খোঁজাখুজির একপর্যায়ে দেখতে পায় যে লিফটের বেজমেন্টের নিচে জমে থাকা পানিতে কি যেন একটা মরে ভেসে আছে।
পরবর্তীতে আমি ঘটনাস্থলে গিয়ে আসপাশের লোকজনকে ও পুলিশে খবর দিই।
নিহত আবু সাইদ (৩২) জীবননগর পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের জুতা ব্যবসায়ী আব্দুর রইচের ছেলে।
নিহতের বাবা আব্দুল রইচ বলেন, আমার ছেলে গত ২ তারিখে ফজর নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরিনি।আমি এব্যাপারে জীবননগর থানায় একটি জিডি করি।
কিন্তু ৪দিন অতিবাহিত হলেও আমার ছেলের সন্ধান না পেয়ে আজ সকালে একটা লাশের খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে পরনে জামা কাপড় দেখে চিনতে পারলাম এটাই আমার ছেলের মৃতদেহ।
এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দিন মৃধা জানান, আমাদের কাছে আজ সকালে খবর আসে আঁশতলাপাড়া নামক স্থানে নির্মাণাধীন একটি বাড়ির লিফটের বেজমেন্টের নিচে একটি লাশ পাওয়া গেছে। তাৎক্ষনিক আমি সহ আমার অন্যান্য অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহনসহ আমাদের তদন্তের স্বার্থে ডিবি,সিইডি,পিবিআই,Rab সহ আমাদের অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ করেছি তারাও ইতিমধ্য আমাদের সাথে যোগ দিয়েছেন।
তবে লাশ উদ্ধারের পর সুরতহাল ও ময়না তদন্ত রিপোর্টের আগে মৃত্যুর বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়া যাবেনা।