জীবননগরে পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধারসহ আটক-১

বিশেষ প্রতিনিধিঃ  চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র (পিস্তল), ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধারসহ একজন আটক হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৪৫ মিনিটের সময় পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।জীবননগরে পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধারসহ আটক-১

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক জানান,গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার শিমুল হোটেলের মধ্যে হতে জীবননগর পৌর শহরের আঁশতলাপাড়ার মোঃ মুন্নার ছেলে মোঃ আনোয়ার হোসেন মিন্টুর (৪০) শরীর তল্লাশী করে তার মাঝায় গুজা সাদা পলিথিনের মধ্যে নীল রংয়ের কাপড়ে জড়ানো একটি মেড ইউ,এস,এ নং (৬২) পিস্তল, ১টি ম্যাগাজিন ও ০৫ (পাচ) রাউন্ড গুলি উদ্ধার সহ তাকে আটক করে।

আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রিলেটেড পোস্ট

Leave a Comment