চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ মার্চ ) রাতে দর্শনা থানাধীন দোস্ত স্কুলপাড়া গ্রামস্থ বাইতুল সালাম মসজিদ ও মাদ্রাসার সামনে দর্শনা হতে হিজলগাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, তরিকুল ইসলাম (১৯), পিতা-মৃত সুন্নত আলী, সাং-চরবাখৈল, ইমরান আলী (১৯), পিতা-মোঃ সাত্তার আলী,সাং-কন্দপদিয়া, উভয় থানা-ইবি, জেলা-কুষ্টিয়া
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে এসআই শেখ রকিবুল ইসলাম, সঙ্গীয় অফিসার এএসআই কাজী বায়েজীদ সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন ডিউটি করছিলেন। দর্শনা থানাধীন দোস্ত স্কুলপাড়া গ্রামস্থ বাইতুল সালাম মসজিদ ও মাদ্রাসার সামনে দর্শনা হতে হিজলগাড়ী এলাকায় ৭/৮ জন ব্যক্তি রাস্তার উত্তর পার্শ্বে পিকআপ ট্রাক রেখে রাস্তার উভয় পার্শ্বে রশি দিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।তাদেরকে আটক করা হয়। এজাহারনামীয় পলাতক আসামী ০২ জন সহ ৩/৪ জন অজ্ঞাতনামা আাসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ডাকাত দলের কাছ থেকে ২টি লোহার রডের কাটা অংশ, ১টি লোহার তৈরি গাছি দা,২টি হাসুয়া, ১টি লোহার তৈরি কাস্তে, ১টি সুতার পাকানো দড়ি, ১ সেট গাড়ির চাবিসহ একটি ব্লু রঙ্গের ৬ চাকা বিশিষ্ট পিকআপ, যাহার রেজিঃ নং-ঢাকা-ন ১৩-৮৬০৪উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করেনয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।