পশুপ্রেমী শাহবুদ্দিন মিলন পেলেন জাগ্রত অ্যাওয়ার্ড

কুষ্টিয়া থেকে বিশেষ প্রতিনিধিঃ জাগ্রত অ্যাওয়ার্ড-২০২৩ সম্মাননা স্মারক লাভ করেছে কুষ্টিয়ার পশুপ্রেমী যুবক শাহাবুদ্দিন মিলন। দীর্ঘদিন ধরে বন্য শিয়ালকে ভালোবাসা দিয়ে তাদের সঙ্গে গভীর সখ্য’তা গড়ে তুলেছেন তিনি। শুধু হিংস্র শিয়ালই নয়, ভালোবাসা দিয়ে জয় করেছেন হরেক রকমের পশুপাখির মন। পাশাপাশি নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত মিলন। এছাড়াও করোনাকালীন সময়ে মাস্ক, হ্যান্ডসেনিটাইজার ও অক্সিজেন সিলিন্ডার প্রদানসহ অসংখ্য মানবিক কাজ করেছেন তিনি। এই মানবতা এবং পশুপ্রেমীর জন্য শাহাবুদ্দিন মিলনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি কনফারেন্স রুমে
এক অনুষ্ঠানে শাহাবুদ্দিন মিলন এর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন জাগ্রত গ্রুপের চেয়ারম্যান জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম।

নজরুল একাডেমি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক এসএম জামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কালচারাল অফিসার সুজন রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শাহীন সরকার, জাগ্রত সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান টুটুল, সুইমিং ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো: শহীদুল্লাহ, জাগ্রত ব্যবসায়ী জনতা কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক রাসেল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম, জাগ্রত সাহিত্য পরিষদের প্রচার সম্পাদক মেজবাহ উল আলম নাসিম প্রমুখ।

সম্মাননা স্মারক পেয়ে অনুভুতি প্রকাশ করতে গিয়ে শাহাবুদ্দিন বলেন, ভালোবাসায় সব হিংস্রতা জয় করা সম্ভব। তিনি বলেন, কোনো প্রাণীই হিংস্র নয়। সাপ, বেজি, ইঁদুরসহ সব প্রাণীর সঙ্গেই সখ্যতা করেছি। তাদের কাছে যেতে পারলে, মন বুঝতে পারলে, সবাইকে আপন করে নেওয়া যায়। শিয়াল হিংস্র হলেও তার কাছে শিয়ালের সেই আচরণ কখনই চোখে পড়েনি। যতদিন বেঁচে থাকবেন তাদের প্রতি এই ভালবাসা ততদিন অটুট থাকবে বলেও জানান মিলন। তিনি বলেন, শুধু বন্যপ্রাণী কিংবা পশু পাখির প্রতিই মিলনের ভালোবাসা সীমাবদ্ধ নয়; নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছে আমার। দুস্থ-অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য নিজ বাড়িতে গড়ে তুলেছেন ‘মানুষ মানুষের জন্য’ ফাউন্ডেশন। এলাকার কেউ মারা গেলে বিনামূল্যে মাইকিং করা, গরিব-দুস্থদের সহায়তা করা, অন্যের বিপদে ছুটে যাওয়া, তাদের পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করি।

রিলেটেড পোস্ট

Leave a Comment