বরিশালের চরমোনাই দরবার শরীফের আসন্ন বার্ষিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ দিনব্যাপী মাহফিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মঙ্গলবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় চরমোনাই মাহফিল কমিটির প্রতিনিধি, র্যাব, জেলা পুলিশ, এনএসআই ও ডিজিএফআই, ফায়ার সার্ভিস, নৌপুলিশ, পিডিবি, সিভিল সার্জন ও জেলা প্রশাসন প্রতিনিধিদের উপস্থিতে এই সভা অনুষ্ঠিত হয়।
মাহফিলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নাইটভিশন সিসি ক্যামেরা স্থাপন, মোবাইলকোর্ট পরিচালনা, স্বেচ্ছাসেবী দলসহ সম্ভাব্য সকল বিষয়ে আলোকপাত করেন পুলিশ কমিশনার। এ সময় এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। সভায় অতিরিক্ত কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, জুলফিকার আলী হায়দার, জাকির হোসেন মজুমদার, আলী আশরাফ ভূঁঞা, এস এম তানভীর আরাফাত, খান মুহাম্মদ আবু নাসের ও বিএম আশরাফ উল্যাহ তাহেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।