বিশেষ প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
রবিবার ১৬ এপ্রিল বেলা সাড়ে ৩টার দিকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- ঝিকরগাছা থানার পুরন্দরপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে ইমরান হোসেন সানি (২৮), কোতোয়ালি থানাধীন পাল বাড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাহরিয়ার হাসান (৩১) ও একই এলাকার মোহাম্মদ বাবলুর ছেলে রাকিব হোসেন (২৩)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম এর নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম এসআই(নিঃ) মোঃ আবুল হাসান এর নেত্বত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার তল্লাশি কালে তাদের কাছে ৩০০ (তিনশত) পিস ইয়াবা আটক করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।