ভেড়ামারা সার্কেল অফিস পরিদর্শন করলেন কুষ্টিয়ার এসপি

এস এম জামালঃ


কুষ্টিয়া থেকে: কুষ্টিয়া জেলার ভেড়ামারা সার্কেল অফিস পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার

মোঃ খাইরুল আলম।

বৃহস্পতিবার দুপুরে তিনি ভেড়ামারা সার্কেল অফিসে পৌঁছালে এ সময় পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ আসিফ ইকবাল।

পরিদর্শনের শুরুতেই সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণসহ সরেজমিনে অফিস পরিদর্শন করেন। দাপ্তরিক কর্মবন্টন সুষম, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্যে অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন এবং সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধিসহ বিট পুলিশিং এর মাধ্যমে জনগনের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে ভেড়ামারা সার্কেলের নিয়ন্ত্রনাধীন বিট সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন, নৈতিকতা বিবর্জিত কাজ বর্জন, জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে সার্কেল অফিসে কর্মরত অফিসার ফোর্সের সমস্যার বিষয়গুলি গভীর মনোযোগের সহিত শ্রবণ, তাৎক্ষনিকভাবে অনুপ্রেরনামূলক বক্তব্য উপস্থাপন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রাদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামসহ সার্কেল অফিসের কর্মরত অফিসার ও ফোর্স।

রিলেটেড পোস্ট

Leave a Comment