এসএম জামাল, কুষ্টিয়া :
মানবতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা লাভ করেছেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়া।
পুনাক নারীর ক্ষমতায়নে কাজ করার পাশাপাশি বিভিন্ন সময়ে হতদরিদ্রদের মাঝে মানবিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকায় এ সম্মাননা জানানো হয়।
শুক্রবার রাতে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাগ্রত সাহিত্য পরিষদ আয়োজিত সাহিত্য ও গুনীজন সম্মাননা অনুষ্ঠানে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রীর হাতে “জাগ্রত গুণীজন সম্মাননা ২০২৩” তুলে দেন জাগ্রত সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম।
বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর রহমানের সভাপতিত্ব এবং জাগ্রত সাহিত্য পরিষদ কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি এসএম জামালের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম।
এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা: এএফএম আমিনুল হক রতন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. জহুরুল ইসলাম, পুনাক সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মীনি দিলরুবা আলম, বিশিষ্ট নাট্যকর মাসুম রেজা, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানে গুণীজনসহ রত্মগর্ভা মা এবং বিভিন্ন ক্যাটাগরিতে দম্পতি ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
এ বছর জাগ্রত “গুণীজন সম্মাননা ২০২৩” বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মূলত পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ে নানাবিধ ক্ষেত্রে অবদান রাখার কারণে জাগ্রত গুণীজন সম্মাননাসহ রত্মগর্ভা মা এবং বিভিন্ন ক্যাটাগরিতে দম্পতি ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করে জাগ্রত সাহিত্য পরিষদ।
প্রসঙ্গত, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়ার সভানেত্রী জনাব দিলরুবা আলমের নের্তৃত্বে কুষ্টিয়া পুনাক নারীর ক্ষমতায়নে কাজ করার পাশাপাশি বিভিন্ন সময়ে হতদরিদ্রদের মাঝে সাধ্যমতো খাদ্য সামগ্রী, কাপড়, ঔষধ, নগদ অর্থ, হুইল চেয়ার, সেলাই মেশিন, কম্বল বিতরণসহ নানাবিধ মানবিক কার্যক্রমে অংশ গ্রহণ করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়া জেলায় অনেক সুনাম অর্জন করে। মানবতায় বিশেষ অবদান রাখার কারনে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়াকে জাগ্রত গুণীজন সম্মাননা প্রদান করা হয়।