সহকারী বার্তা সম্পাদকঃ আগামী ২১ ফেব্রুয়ারী যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের সম্মেলন কে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো: মেহেদী রাসেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, উপজেলা শিক্ষা অফিসার আলাউদীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন আফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল করতে সব ধরনের আলোচনা করা হয়
মুজিবনগরেন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
