মুজিবনগরে পুলিশের সাথে ধস্তাধস্তি, ফেনসিডিল ফেলে পালালেন মাদক কারবারী

পুলিশের সাথে ধস্তাধস্তি করে ফেনসিডিল ফেলে পালিয়ে গেলেন মাদক কারবারী শরিফুল ইসলাম (২৮)। পলাতাক মাদক কারবারি শরিফুল ইসলাম মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামের মাজেদুর রহমান মজার ছেলে। শরিফুল ইসলাম নিজেকে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
রবিবার দিবাগত রাতে মুজিবনগর থানার উপ পরিদর্শক সজিবুর রহমানের নেতৃত্বে একটি দল আসামির বাড়িতে প্রবেশ করে শরিফুল ইসলামকে ধরতে যায়। এসময় সে পুলিশের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে যায়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শ্যালো ইঞ্জিন চালিত করিমনে মাদক পরিবহন করা হচ্ছে এই খবর পেয়ে মুজিবনগর থানার উপ পরিদর্শক সজিবুর রহমানের নেতৃত্বে একটি দল আসামির বাড়িতে প্রবেশ করেন। এসময় তাকে আটক করতে গেলে সে ধস্তাধস্তি করে পালিয়ে যায়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পলাতক শরিফুল ইসলামের নামে ২০২০ সালের আরও একটি মাদক মামলার এজাহার ভুক্ত আসামি।
এই মাদক উদ্ধারের ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(ক)/৩৮ ধারায় একটি মামলা করা হয়েছে। পলাতক আসামি শরিফুল ইসলামকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

রিলেটেড পোস্ট

Leave a Comment