মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রাপ্ত আবেদনে সমূহের পর্যালোচনা ও অর্পিত সম্পত্তি প্রত্যার্পণের শুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণের উদ্দেশ্যে প্রাপ্ত আবেদনে সমূহের পর্যালোচনা ও শুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে শুনানি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, আরডিসি রনি খাতুন, পিপি পল্লব ভট্টাচার্য, এজিপি গোলাম মোস্তফা। শুনানি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর আঃ মজিদ,ফজলুর রহমান।