মেহেরপুরে আয়ছুন পার্কের উদ্বোধন

মেহেরপুরে আয়ছুন পার্কের উদ্বোধন
মেহেরপুর শহরের মহিলা কলেজ সড়কে আয়ছুন পার্কের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে ফিতা কেটে আয়ছুন পার্কের উদ্বোধন করা হয়।শাহী উদ্দিন আহমেদ, সালেহ উদ্দিন আহমেদ আবলু এবং সানোয়ার উদ্দীন শহীদ ফিতা কেটে আয়ছুন পার্কের উদ্বোধন করেন।

এ সময় সেখানে দোয়া করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আয়ছুন পার্কের অন্যতম সদস্য রাশেদীন আহমেদ, সাফোয়ান আহমেদ রূপক সহ শহরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। ৬ তলা বিশিষ্ট আয়ছুন পার্কে নিচ তলায় মার্কেট, দ্বিতীয় তলায় ব্যাংক, তৃতীয় তলায় আয়কর অফিস ও বীমা অফিস। এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠতলা আবাসিক হিসেবে ব্যবহার করা হবে।

রিলেটেড পোস্ট

Leave a Comment