মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগ মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ উপস্থিত থেকে মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্রীড়া সংগঠনের মধ্যে ফুটবল, ভলিবল, হ্যান্ডবল সহ বিভিন্ন ধরনের ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেন।
জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ বলেন, মেহেরপুরের খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় প্রতিবছরের ন্যায় এ বছরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে চলেছে।
ReplyForward
|