যশোর জেলা প্রতিনিধি :
যশোরের বেনাপোল সীমান্তে ১ কেজি গাঁজাসহ মিলন হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) বিকালে বেনাপোল আমড়াখালী পৌর গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মিলন বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন খবরের ভিত্তিে পোর্ট থানা পুলিশ আমড়াখালী গ্রামস্থ বেনাপোল পৌরগেট সংলগ্ন এলাকার সাগর স্টোরের সামনে ফুটপাতের উপর হতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে।
আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।