এস এম জামালঃ রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী রাজশাহী শহীদ জিয়া শিশু পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন চাঁদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুন সুলতান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগ্রত ব্যবসায়ী ও জনতার চেয়ারম্যান এবং বাংলাদেশ ইলেকট্রিক এসোসিয়েশন (বিইএ)’র সাবেক পরিচালক শিহাব রিফাত আলম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে রাজশাহী সহ আশেপাশের কয়েক জেলার ইলেকট্রিক এসোসিয়েশন এর সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের সন্তানদের মেধাবী শিক্ষার্থীর সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। দুপুরে মধ্যহ্নভোজের পর র্যাফেল ড্র, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ জমকালো অনুষ্ঠান।
রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
