সাহিত্যে জাগ্রত অ্যাওয়ার্ড পেলেন মো: শহিদুল্লাহ্

এস এম জামাল, কুষ্টিয়া থেকেঃ  সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য জাগ্রত সাহিত্য সম্মাননা ২০২২ এ বর্ষসেরা লেখক-এর পুরস্কার লাভ করেছেন কুষ্টিয়ার অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) লেখক, গবেষক ও কলামিস্ট মো.শহিদুল্লাহ্।

শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমীর কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে জাগ্রত মহানায়ক, কবি ও সংগঠক মোঃ শিহাব রিফাত আলম তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

নজরুল একাডেমি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার আবদুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক এসএম জামাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কালচারাল অফিসার সুজন রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শাহীন সরকার, জাগ্রত সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভালোবাসার কুষ্টিয়ার চেয়ারম্যান হাসান টুটুল, সুইমিং ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জাগ্রত ব্যবসায়ী জনতা কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক রাসেল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম, জাগ্রত সাহিত্য পরিষদের প্রচার সম্পাদক মেজবাহ উল আলম নাসিম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি সাহিত্যিকরা জাতিকে পথ দেখায়। আর তাদের দেখানো পথে সভ্যতা গড়ে ওঠে। কিন্তু আমাদের সাহিত্য সংস্কৃতি আজ ভিনদেশী আগ্রাসনের শিকার। আমাদের জাতীয় সংস্কৃতি রক্ষা করতে হলে এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলতে হবে।
বক্তারা আরও বলেন, সুস্থ সাহিত্য দিয়ে সমাজ বদলে দেয়া যায়। শোষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে সফলও হওয়া যায়।

বর্ষসেরা লেখক পুরস্কার প্রাপ্তির পর কুষ্টিয়ার অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) লেখক, গবেষক ও কলামিস্ট মো.শহিদুল্লাহ্ তার অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই সম্মাননা লেখালেখির প্রতি উৎসাহ আরো বাড়াবে। আগামীতে আরো ভালো লেখনীর চেষ্টা থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’ তিনি বলেন, এবারের অমর একুশে বইমেলায় গ্রন্থকুটির প্রকাশনীর (২৪৪,২৪৫,২৪৬, এবং ২৪৭) নম্বর স্টলে পাওয়া যাবে আমার লেখা বই (১) কাছের বন্ধু গ্রাম পুলিশ,(২) চলো যাই সেন্ট মার্টিন,(৩) আমার স্মৃতিতে ৭১ এবং (৪)ডেসপারেট কিলার-৩।

রিলেটেড পোস্ট

Leave a Comment