ইজিবাইক ভাড়া করে পথিমধ্যে কৌশলে ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, ২টি চোরাই ইজিবাইক ও ১টি প্রাইভেটকার উদ্ধার

যশোর প্রতিনিধিঃ  যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশের অভিযানে যশোরে আন্তঃজেলা ইজিবাইক চুরি/ছিনতাই চক্রের ০৪ সদস্য গ্রেফতার এবং ০১টি নীল রংয়ের খোলা ইজিবাইক ও ০১টি হলুদ রংয়ের (ভিতরে নীল) মোট ০২টি চোরাই ইজিবাইক সহ আসামীদের ব্যবহৃত ০১টি প্রাইভেটকার,ঢাকা মেট্রো-গ-১২-৮৯০০ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- যশোর জেলার কোতয়ালী থানাধীন ১. মনির হোসেন (৩৫), পিতা- মৃত আলী মোল্লা,সাং-কাজীপুর ক্লাব মোড় ২. মোঃ জনি হোসেন (২৪), পিতা-মুন্না খান, সাং-তুলা গোলদারপাড়া আশ্রয়ন প্রকল্প, ৩.রিজাউল গাজী (৪৫), পিতা-মৃত সাত্তার গাজী,সাং-তুলা গোলদারপাড়া, ৪.মোঃ শাহ পরান @ পাখি (২৫), পিতা-মৃত গহর আলী, সাং-মুড়লী খাঁ পাড়া।

জানা যায়, গত মঙ্গলবার ( ০৭ মার্চ) জনৈক আব্দুল্লাহ আল-মামুন, পিতা-মোঃ বাবলু মিয়া, সাং-বেজপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর এর একটি ব্যাটারী চালিত ইজিবাইক চালক মনির হোসেন ভাড়ায় চালাতে নিয়ে তার সহযোগীদের সহযোগীতায় আত্মসাৎ করে। এই সংক্রান্তে আব্দুল্লাহ আল-মামুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৩৫(৩)২০২৩ রুজু হয়। এছাড়াও যশোর শহর ও আশপাশ এলাকা থেকে একাধিক ইজিবাইক চুরি/ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়।

এই সংক্রান্তে জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম তদন্তে নামে এবং এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম কোতয়ালী মডেল থানাধীন মুড়লী মোড় এলাকায় শুক্রবার (১০ মার্চ) রাত ০৮ টার সময় অভিযান পরিচালনা করে একটি চোরাই ইজিবাইক খোলার সময় হাতে নাতে চোর চক্রের ০২জনকে হাতে নাতে ।গ্রেফতার করেন। পরে তাদের তথ্য মোতাবেক রাজারহাট রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের আরো ০২ সদস্যকে ০১টি চোরাই ইজিবাইক ও আসামীদের ব্যবহৃত ০১টি প্রাইভেটকারসহ হাতে নাতে গ্রেফতার করেন। চোরাই উদ্ধার ইজিবাইক সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে পৃথক মামলা কোতয়ালী মডেল থানার মামলা নং-৪০(৩)২০২৩ ধারা-৩৭৯/৪১১/৪১৩ পেনাল কোড রুজু করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ও পলাতক সহযোগীরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ইজিবাইক চুরি/ছিনতাই চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজসে তাদের ব্যবহৃত প্রাইভেটকার যোগে ভিন্ন ভিন্ন স্থানে গমন করে চক্রের সদস্যের মধ্যে কয়েকজন ইজিবাইক ভাড়া করে পথিমধ্যে কৌশলে চুরি/ছিনতাই করে থাকে মর্মে তথ্য পাওয়া যায়।

রিলেটেড পোস্ট

Leave a Comment