এস এম জামাল, কুষ্টিয়াঃ আজ কুষ্টিয়ার কৃতিসন্তান ও কৃতি সাহিত্য কর্মী হাসান টুটুলের শুভ জন্মদিন।
তিনি লেখেন প্রচুর, তারও চাইতে পড়াশোনা করেন অনেক বেশি। জানার অদম্য আগ্রহ তাকে মহিমান্বিত করেছে ঠিক সে কারণে তার কাছে তত্ব-তথ্য ও উপাত্তের সাথে কোন বিষয় সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় না, বরং তার লেখার মধ্যে খুব সাধারণ ভাষার প্রয়োগ তার রচনাকে বেশ গতি এনে দেয়, পাঠকের কাছে খটকা লাগার সুযোগ থাকে না। তিনি যেটা বিশ্বাস করেন, আর সকলের জন্য যেটা মঙ্গলজনক সেটাকেই আত্বস্থ করেন গভীর বিশ্বাসের সাথে।
তাঁর লেখার পরতে পরতে সেই সূখপাঠ্যের পদধ্বনি নিরন্তর পাওয়া যায়। খুবই সাধারণ কিন্তু নান্দনিক একজন হাসান টুটুল যখন খুব ভয়ংকর সাহসের সাথে অসাধারণ কিছু তথ্যের ভিত্তিতে লেখা পাঠকের হাতে পৌঁছে পাঠকেরা বেশ চমকেই ওঠেন।
মেলাতে পারেন না ব্যক্তি আর সৃষ্টিকে। প্রচন্ড আড্ডাবাজ বন্ধুবৎসল পরিজন অমত্মপ্রাণ হাসান টুটুল কীভাবে এক সাহসের ঘাড়ে নি:শ্বাস ফেলেন! এখানেই তাঁর খুব সাধারণ অসাধারনত্ব।
আজকের এই শুভ জন্মদিনেও ঢাকার বইমেলায় তার লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
তার এই শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।