এস এম জামাল, কুষ্টিয়াঃ কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ঐতিহাসিক গ্রাম। এই গ্রামে ৫০বছর পুর্বে প্রতিষ্ঠিত হয় ‘হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়’।
বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব দুই দিন ব্যাপী “ফিরে যায় প্রাণের স্পন্দনে” শ্লোগান হৃদয়ে ধারন করে নানা আয়োজনের মধ্য দিয়ে সুবর্ন জয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে।
উৎসবের প্রথম দিন বুধবার সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পায়রা ও বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।
এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক একরামুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম ও হরিনারায়নপুর ইউনিয়ন পরিষদের চেংয়ারম্যান মেহেদী হাসান সম্রাট।
আলোচনা সভার পর স্মৃতিচারন করেন বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ঝর্ণা বেগম। এখন সপরিবার কুষ্টিয়ায় থাকেন। স্বামী সন্তানকে নিয়ে এসেছেন বিদ্যালয়ের আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে। ঝর্ণা বেগম বলেন, ‘এখন এসে সবাইকে দেখে খুব ভালো লাগছে। আড্ডা দিয়ে মনে হচ্ছে আবার সেই পুরোনো দিনে ফিরে গেছি।’ তবে আমার বারবার মনে হয়েছে আমার আগের সেই বন্ধুগুলো কেউবা বুড়িয়ে গেছে, কেউবা মোটা হয়ে গেছে তাদের সাথে এই অনুষ্ঠানে দেখবো বলে বেশ উৎফুল্ল ছিলাম। আজকে তাদের সাথে দেখা করে যেন সেই আগের সময়ে ফিরে গেলাম।
সকাল থেকে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীদের বাঁধ ভাঙ্গা উচ্ছাস ও পদচারনায় বিদ্যালয় আশপাশের এলাকা মূখরিত হয়ে ওঠে। অনেক দিন পর বন্ধুদের দেখা পেয়ে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। উৎসবকে ঘিরে বিদ্যালয় ও এর আশপাশের এক কিলোমিটার এলাকায় করা মনোরম আলোকসজ্জা করা হয়েছে।
পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আগামীকাল এ অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ।