কোমরপুর অনামিকা আইডিয়াল স্কুলের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান

কোমরপুর অনামিকা আইডিয়াল স্কুলের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর অনামিকা আইডিয়াল স্কুলের নবাগত শিক্ষার্থীদের বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার দিনব্যাপী অনামিকা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আফতাব আলী খান।
বক্তব্য রাখার অনামিকা আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান। পরে সেখানে অনামিকা আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে অনামিকা আইডিয়াল স্কুলের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

রিলেটেড পোস্ট

Leave a Comment