চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী “WE HatBazar 2023” মেলার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :


চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে শনিবার ১৫ এপ্রিল নারী উদ্যোক্তাদের নিয়ে Women & e-commerce এর আয়োজনে ১৪ ও ১৫ এপ্রিল দুই দিনব্যাপী “WE HatBazar 2023” মেলার শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

মেলায় থাকছে দেশীয় পোষাক, গহনা, কারু শিল্প,অর্গানিক পণ্য হুপআর্ট,গৃহসজ্জা ইত্যাদি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

রিলেটেড পোস্ট

Leave a Comment