চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামের মধ্য থেকে ৪ কেজি ৫৩৩ গ্রাম (৩৮৮ ভরি) ওজনের ভারতীয় তৈরিকৃত রূপার গহনা ও পাচারকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৩ মার্চ) বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত ছয়ঘরিয়া গ্রামের মধ্যে দিয়ে রূপার গহনার একটি চালান ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে আসতে পারে।উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/৪-আর হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া গ্রামের মেইন রাস্তার পূর্ব পার্শ্বে এ্যাম্বুশের জন্য অবস্থান করে। এসময় দর্শনা অভিমুখে মোটর সাইকেলযোগে ০২ জন ব্যক্তিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহলদল তাদের গতিরোধের চেষ্টা করলে তারা মোটর সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ফেলে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে। উদ্ধারকৃত মোটর সাইকেলটি তল্লাশী করে মোটর সাইকেলের তেলের ট্যাংকির ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৪ কেজি ৫৩৩ গ্রাম (৩৮৮ ভরি) ওজনের ভারতীয় তৈরীকৃত রুপার গহনা জব্দ করতে সক্ষম হয়। এই পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছে।জব্দকৃত মালিকবিহীন রূপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।