নিজস্ব প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে অভিযান চালিয়ে ৪ কেজি ৪১৬ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল সহ সাঈদ খান (৪২) নামে এক পাচারকারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এর সদস্যরা।
বুধবার (০৫ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়।আটক সাঈদ খান দর্শনা মোবারকপাড়ার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানার নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল দর্শনা সীমান্তের উথুলী এলাকায় এ্যাম্বুশ করে অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল একজন ব্যক্তিকে মোটরসাইকেল যোগে উথুলী অতিক্রম করে দর্শনার দিকে যেতে দেখে এবং পিছু ধাওয়া করে দর্শনা রেলক্রসিং এর পাশ থেকে ২২টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল সহ তাকে আটক করে।
জব্দকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৪১৬ গ্রাম ও আনুমানিক সিজারমূল্য ৩,৭৪,৮৯,১৩৪ /- (তিন কোটি চুয়াত্তর লক্ষ ঊননব্বই হাজার একশত চৌত্রিশ) টাকা।
অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।