রাজধানীর বংশাল এলাকা থেকে অবৈধ মোবাইল নেটওয়ার্ক সরঞ্জামাদিসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-১০।
গতকাল বুধবার র্যাব-১০ ও বিটিআরসি এর যৌথ আভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. ইউনুছ আলী (৩২), মো. সোহেল হোসেন (২৩), মো. হৃদয় (২২), মো. সাফওয়ান (২৩) ও আসলাম (৪১)।
জানা যায়, রাজধানীর বংশাল থানাধীন একটি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১০ ও বিটিআরসি। এ সময় বিক্রয় নিষিদ্ধ অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুস্টার এন্ড রিপিটার বিক্রি করার অপরাধে পাঁচ জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ট্রি ব্যান্ড রিপিটার, একটি মোবাইল জিএসএম থ্রিজি ইয়োলো রিপিটার, একটি জিএসএম এমএইচজেড রিপিটার, ছয়টি ইনডোর এন্টিনা, পাঁচটি আউটডোর এন্টিনা, ছয়টি মোবাইল ফোন ও নগদ চার হাজার একশত টাকা উদ্ধার করা হয়।