মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এস সি ২২/২২ এর আসামী উপজেলার ভবানীপুর গ্রামের আবুল কালামের ছেলে জহুরুল ইসলাম।জিআর ৬৯/২০ এর আসামী উপজেলার আনন্দবাস গ্রামের তাহাজ উদ্দিন এর ছেলে হিলটন আলী।জি আর ১৫/২০, এর আসামী উপজেলার বাগওয়ান গ্রামের আব্দুল হান্নান খান এর ছেলে মনিরুল ইসলাম ওরফে ময়না।সি আর ১১৯/২০২৩ এর আসামী উপজেলার কোমরপুর গ্রামের মৃত মুরাদ এর ছেলে মোহাম্মদ আলী। সি আর ১১৯/২০২৩ এর আসামী উপজেলার কোমরপুর গ্রামের মোহাম্মদ এর ছেলে সাইফুল ইসলাম।সি আর ১১৯ / ২০২৩ আসামী উপজেলার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মনোয়ারা খাতুন।সি আর ১১৯/ 2020 আসামী কোমরপুর গ্রামের আহমদ আলীর ছেলে আরিফুল ইসলাম এবং মুজিবনগর থানার নং-৮ মামলার এজাহারভুক্ত আসামী মহাজনপুর গ্রামের খেদের আলীর ছেলে রহিদুল ইসলাম।গ্রেফতার কৃত আসামীদের শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
মুজিবনগরে থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৮ জন আসামী গ্রেফতার
