মুজিবনগর দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বকুল আর নেই

সহকারী বার্তা সম্পাদকঃ  মুজিবনগর উপজেলা যুবলীগের সহসভাপতি ও সাবেক দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদা ও বড় মনের মানুষ তৌফিকুল বারী বকুল আর নেই। শনিবার (০৪ মার্চ) বেলা ১০ টার দিকে বাড়ীতে হঠাৎ অসুস্থ হলে পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সন্ধ্যা রাত্র ৭টায় দারিয়াপুর পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে হাজারে মানুষের নামাজে জানাজা শেষে গ্রাম্য পশ্চিমপাড়া কবর স্থানে দাফন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু‘র সঞ্চলনায় ওই সময় স্মৃতিচারণ বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেয়র মাহফুজুর রহমান রিটন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার ও জেলা পরিষদের সদস্য আজিমুল বারী মুকুল প্রমুখ।

রিলেটেড পোস্ট

Leave a Comment