মেহেরপুরে ক্রীড়া ইভেন্ট বাস্তবায়ন কমিটির আলোচনা সভা

মেহেরপুরে ক্রীড়া ইভেন্ট বাস্তবায়ন কমিটির আলোচনা সভা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে ক্রীড়া ইভেন্ট বাস্তবায়ন জেলা কমিটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, ইন্সপেক্টর এম এ হক, ইউনিসেফ এর কমিউনিটি মবিলাইজার মিনা বেগম,আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফারাহ হোসেন লিটন প্রমুখ।

আলোচনা সভায় সুবিধা বঞ্চিত শিশুদের ক্রীড়ায় দক্ষ করে তোলার এবং টিম তৈরি করে প্রশিক্ষন দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।এই সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।

রিলেটেড পোস্ট

Leave a Comment