মেহেরপুরে ছাত্রশিবির নেতা গ্রেফতার

মেহেরপুরে ছাত্রশিবির নেতা গ্রেফতার

মেহেরপুরে নাশকতার মামলায় সাকিল হােসেন (৩২) নামের এক ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাকিল মেহেরপুর জেলা শহরের শেখপাড়ার খন্দকার অফসারুল হকের ছেলে। গ্রেফতারকৃত সাকিল মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে শেখপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম পিপিএম (সেবা) এর নির্দেশে সদর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) শেখ মইনুল ইসলামের নেতৃত্বে এসআই তৌহিদুল ইসলাম,এএসআই শাকিল খান, এএসআই শাহ জামালসহ পুলিশের একটিদল অভিযান পরিচালনা করে। মেহেরপুর সদর থানা সূত্র জানায়,গ্রেফতারকৃত সাকিলের বিরুদ্ধে নাশকতা মামলায় মেহেরপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে মেহেরপুর আদালতে সােপর্দ করার প্রক্রিয়া চলছে।

রিলেটেড পোস্ট

Leave a Comment