মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগ জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রস্তুতি শুরু। বুধবার সকাল থেকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে সুসজ্জিত করন কাজ শুরু করা হয়।
জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, ক্রীড়া উপ কমিটির সদস্য আতর আলী, আব্দুল কুদ্দুস সহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে সুসজ্জিত কারণ কাজ শুরু করেন। বৃহস্পতিবার সকাল ন’টায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হবে। মেহেরপুর জেলার ৩ উপজেলার বিজয়ীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।