কুষ্টিয়া :
কুষ্টিয়ায় ডা: লিজা নার্সিং ইনস্টিটিউট এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে কুষ্টিয়ার ডা: তোফাজ্জুল হেলথ এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ৫ম তলায় ডা: লিজা-ডা: রতন ম্যাটস ও লিজা নার্সিং ইনস্টিটিউটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডা: লিজা নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান ডা: এ.এফ.এম আমিনুল হক রতনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক ডা: আসমা জাহান লিজার সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা: লিজা নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোছা: আসমা খাতুন, ডা: আব্দুল্লাহ আল মামুন তুষার, ডাঃ জান্নাতুল নাঈম মর্নি প্রমুখ।
বক্তারা বলেন, রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে চিকিৎসকের আগে নার্সরাই এগিয়ে আসে। রোগীদের সেবাযত্মে নিজেকে নিয়োজিত রাখে। সেক্ষেত্রে চিকিৎসকের পাশাপাশি নার্সদেরও গুরুত্ব কম নয়। তাই নার্সিং এর পেশার প্রতি শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে এবং এ পেশার প্রতি ভালোবাসা থাকতে হবে বলেও জানান তিনি।
এসময় শিক্ষার্থী ও অত্র অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।