কুষ্টিয়ায় তরিকত ফেডারেশনের কর্মী সম্মেলনে মাইজভান্ডারী

কুষ্টিয়া প্রতিনিধি :


বাংলাদেশ তরিকত ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী বলেছেন, রাজনীতি মানে হচ্ছে মানুষের সেবা করা এবং মানুষের কল্যাণে কাজ করা।

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতির পূর্বশর্ত হচ্ছে জনগণের সংশ্লিষ্টতা। জনমানুষের কল্যাণে, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখাই সুস্থ গণতান্ত্রিক রাজনীতি ধারার মূল নিয়ামক।

বুধবার (২৬ জুলাই) দুপুরে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে
বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কুষ্টিয়া জেলা শাখার কাউন্সিল ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, স্বাধীনতা ও মানবতা বিরোধী উগ্র জঙ্গিবাদীদের হাত থেকে দেশ, সংবিধান ও জাতিকে রক্ষা করতে তরিকত ফেডারেশন গঠন করা হয়েছে। এই কুষ্টিয়ায় জেলাকে বাউল সম্রাট ফকির লালন শাহ এর কারনে সারা বিশ্বে চিনে ও জেনে থাকে। আজকে আমরা এই কুষ্টিয়া জেলায় যে কমিটি আপনাদের উপহার দিয়ে গেলাম। আপনারা যেন মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধ পরিকর থাকেন।

বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক আমিরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র আলহাজ্ব মোহাম্মদ আলী ফারুকী, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলী হোসাইন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হাফেজ মোখলেছুর রহমান বাঙ্গালী, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ বাহার শিপলু, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ সেলিম মিয়াজী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব হাফেজ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্বাবধায়ন করেন হাজী হারুন অর রশীদ। এরআগে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আমিরুল ইসলাম বাবলুকে সভাপতি, মো: মেহেদী হাসান রিজভী ও আব্দুর রহিম মন্ডলকে সহ-সভাপতি, হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে সাধারন সম্পাদক, রাকিবুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও আলতাফ হোসেন কে যুগ্ম সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটির ঘোষনা দেন নেতৃবৃন্দ।

রিলেটেড পোস্ট

Leave a Comment