কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
এসএম জামাল :
কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৫ জুন) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম। মূল আলোচক কুষ্টিয়া সরকারি কলেজ ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলামসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।