কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রীতি কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি :


কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রীতি কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) কুষ্টিয়া জিলা স্কুল মাঠে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এই প্রীতি কাবাডি ও ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ, ট্রাক মালিক গ্রুপ ও বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরে পুরস্কার তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

রিলেটেড পোস্ট

Leave a Comment