চা খাওয়া হলো জীবনের কাল চা খেয়ে মেহেরপুরে ফেরা হলোনা দুই কিশোরের নিহত

চা খাওয়া হলো জীবনের কাল চা খেয়ে মেহেরপুরে ফেরা হলোনা দুই কিশোরের নিহত

মেহেরপুরে থেকে মোটরসাইকেল নিয়ে চা খেতে এসে জীবন হারালো দুই কিশোর   মেহেরপুরে ঈদের দিন মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে চা খেতে এসে সড়ক দুর্ঘটনায় জিসান (১৪) ও সামিউল ইসলাম বিজয় (১৫) নামে দুই কিশোর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল তিনটা দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে জিসান ও বিজয়ের সঙ্গে থাকা তার দুই বন্ধু।

নিহত জিসান মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়ার আশরাফুল ইসলামের ছেলে এবং মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিহত সামিউল ইসলাম বিজয় মেহেরপুর পৌর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে।
আহতরা হচ্ছে- মেহেরপুর পৌর শহরের বোসপাড়ার সাদাত (১৩) ও কাসারিপাড়ার সিয়াম (১৩)।
স্থানীয় বারাদী পুলিশ ক্যাম্পের এএসআই হাফিজুর রহমান জানান, জিসান ও তার কয়েক বন্ধু মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা থেকে ঘুরে মেহেরপুর শহরের দিকে আসছিল। চলন্ত মোটরসাইকেলে তাদের আড্ডা চলছিল। নতুন দরবেশপুর নামক স্থানে পৌঁছানের পর সামনে থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে জিসানের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে বন্ধুদের দুটি মোটরসাইকেল জিসানের মোটর সাইকেলর পেছনে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সাথে ধাক্কা লেগে রক্তাত্ব জখম হয় জিসানসহ তার তিন বন্ধু। স্থানীয়দের সহায়তায় মেহেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা মুমূর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বিকেল সোয়া চারটার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিউলের মৃত্যু হয়।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার শোভন মল্লিক জানান, ভর্তি থাকা দুই ছাত্রের অবস্থাও আশংকাজনক। তাদেরকে ঢাকায় রেফারের প্রক্রিয়া চলছে।

এদিকে ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এএসআই হাফিজুর রহমান।

রিলেটেড পোস্ট

Leave a Comment