চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ ১ম দিনের কার্যক্রম সম্পন্ন

বিশেষ প্রতিনিধিঃ ‘চাকরি নয়, সেবা’-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ০৮ টা থেকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।

পুলিশ সুপার, প্রার্থীদের পরবর্তী ইভেন্টের জন্য প্রস্তুতিসহ আগামীকাল সকাল ০৮ টায় মাঠে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান। প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার ১ম দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় তিনি নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

রিলেটেড পোস্ট

Leave a Comment