প্রথম কন্যা সন্তানের বাবা হলেন সাংবাদিক এস আই জামসেদ

নিজস্ব প্রতিবেদক :


শনিবার (১ এপ্রিল) বিকাল ৫ঃ১৫ মিনিটে কুষ্টিয়া কলেজ মোড়ে বৈশাখী ক্লিনিকে একটি ফুটফুটে কন্যা শিশুর জন্ম দেন তার স্ত্রী শেফালী খাতুন। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন জামসেদ।

এস আই জামসেদ এর কাছে প্রথম কন্যা সন্তানের বাবা হওয়ার অনুভুতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। আমি যেমন ১০ মাস ১০ দিন আমার মায়ের গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ হয়েছিলাম ঠিক সেইভাবে আমার নবজাতক কন্যাটিও মায়ের গর্ভে অপেক্ষেয়মান থেকে বহু ভীতিকর জলপনা-কল্পনার অবসান হয়ে আজ ভূমিষ্ঠ হয়। আমার নিজের জন্মের অনুভূতি নিজেকে অজানা থাকলেও মা বাবা, শিক্ষক ও গুনগ্রাহীদের কাছ থেকে শুনেছি । তবে আজ নিজ চোখে ভূমিষ্ঠ হওয়ায় অনুভূতি উপলব্ধি করেছি। আল্লাহর কাছে সবচেয়ে হাজার কোটি শুকরিয়া মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। শুনছি প্রথম কন্যা সন্তানের বাবা হওয়া মানে বরকতময় জীবন। তাই আমি সত্যিই গর্বিত ও আনন্দে আপ্লুত হয়েছি যে আমি প্রথম কন্যা সন্তানের বাবা হয়েছি। অবশেষে সাংবাদিক এস আই জামসেদ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ও দোয়া চেয়েছেন।

রিলেটেড পোস্ট

Leave a Comment