কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন জাসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মশান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জনাব আহাম্মদ আলী।
বারুইপাড়া ইউনিয়ন জাসদের সভাপতি মোফাখ্খার হোসেন খান জিন্নাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মিরপুর উপজেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক কারশেদ আলম,মিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ,ইউনিয়ন জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,কুষ্টিয়া জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ডাঃ মাসুদ রানা,জেলা যুবজোটের সহসভাপতি রেজাউল হক তুফান মেম্বার,বারুইপাড়া ইউনিয়ন জাসদের নেতা রকিবুল হাসান ফরহাদ,ডাঃ বিপুল, হুমায়ুন কবির,আব্দুস সামাদ মেম্বার,মোহাঃ নজরুল ইসলাম,মোহাঃ মতলেব হোসেন,মোহাঃ জাহাঙ্গীর আলমসহ প্রমূখ।
ইউনিয়ন জাসদের গতিশীলতাসহ এই মিরপুর- ভেড়ামারা আসনের সাংসদ জাসদ সভাপতির হাতকে শক্তিশালী করে তুলতে সকল জাসদ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।