মুজিববনগরে আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শের খাঁনঃ


নানা আয়োজনের মধ্য দিয়ে ইতিহাস ঐতিহ্য সৃষ্টিকারী পৃথিবীর অন্যতম এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও র‍্যালী করা হয়েছে।

শুক্রবার সকালে মুজিবনগর উপজেলা কেদারগঞ্জ বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দরা। পরে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ।
আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারন সম্পাদক আবুল কালাম,উপজেলা সেচ্ছাসেবক লীগের পক্ষে আহবায়ক মতিউর রহমান মতিন,যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন,সাধারন সম্পাদিকা তহমিনা খাতুন, উপজেলা তাঁতীলীগের পক্ষে সভাপতি আঃ খালেক, সাধারন সম্পাদক গাওসুল আযম বিজন ও ইয়াং বাংলা ফিচার লীডার মুজিবনগর শাখার পক্ষে হাসানুজ্জামান লাল্টুসহ আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা এর নেতৃত্বে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি কেদারগঞ্জ বাজার প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগের কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‍্যালীতে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের (সাবেক) সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফা গাইন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মতিউর রহমান মতিন, ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ সাকিব, ইয়ং বাংলা ফিউচার লিডার এর মুজিবনগর উপজেলা সভাপতি হাসানুজ্জামান লালটু, উপজেলা তাঁতী লীগের সভাপতি আব্দুল খালেকসহ আওয়ামীলীগ, যুব মহিলালীগ,, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ইয়ং বাংলা ফিচার লিডার এর নেতা ও বিপুলসংখ্যক আওয়ামী লীগের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
র‍্যালিতে বাদ্যযন্ত্রের তালে তালে আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ নেচে গেয়ে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

রিলেটেড পোস্ট

Leave a Comment