মেহেরপুরে নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

এস আই জামসেদ, বিশেষ প্রতিনিধি :


স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই ট্যাব বিতরণের উদ্বোধন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্যাব বিতরণের উদ্বোধন করেন।জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ রবিউল আলম।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এই ট্যাব গুলোর মধ্যে পড়াশোনার সুযোগ সবথেকে বেশি। এই এক ট্যাবের ভিতরেই যদি সব কিছু থাকে তাহলে আর এতোগুলো বই ঘাড়ে করে নিয়ে বেড়ানো লাগবেনা। তিনি আরো বলেন যখন যেই বিষয় জানা লাগবে সেই বিষয়ের একটা সফটওয়্যার ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। তাই আমি মনে করি এই ট্যাব পেয়ে শিক্ষার্থীরা আরো এক ধাপ এগিয়ে যাবে।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল জব্বার, প্রধান শিক্ষক স্বাশ্বত নিপন চক্রবর্তী,সিউল ইয়াসমিন খুশি, এছাড়াও উপস্থিত ছিলেন আবরার ফাহাদ, সোহরাব হোসেন সহ আরও অনেকেই । পরে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫৫ জন এবং মুজিবনগর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়।

রিলেটেড পোস্ট

Leave a Comment