মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এলাকায় পাথর বোঝায় একটি ট্রাক বিকল হয়ে দীর্ঘ সময় ওই এলাকায় যানজট সৃষ্টি হয়। জানা গেছে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঢাকা মেট্রো-ট -১১-৭৫৭০ নম্বরের একটি পাথর বোঝায় ট্রাক, মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় ঘুরতে গিয়ে হঠাৎ করে সামনের চাকার পাশে পাতি ভেঙ্গে মুখ থুবড়ে পড়ে।
ওই সময় থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় যানজটে সৃষ্টি হয়। বিশেষ করে ট্রাক, বাস সহ অন্যান্য যানবাহন বিকল্প পথ হয়ে চলাচল করতে দেখা গেছে। দুপুরের দিকে ট্রাকটি সরানোর পর মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।