এস আই জামসেদ, বিশেষ প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন, ভলি ও হ্যান্ডবল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ ১৬-০২-২৩ তাং রোজ বৃহস্পতিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভলিবল (পুরুষ) বিভাগে চ্যাম্পিয়ন মেহেরপুর সদর উপজেলা, রানারআপ মুজিবনগর উপজেলা।
হ্যান্ডবল বালিকায় চ্যাম্পিয়ন মুজিবনগর উপজেলা। এবং রানার্স আপ সদর উপজেলা। ব্যাডমিন্টন বালকে চ্যাম্পিয়ন গাংনী উপজেলার সেন্টু ও জাহিদ জুটি। রানার্স আপ সদর উপজেলা সবুজ ও কমল জুটি। ব্যাডমিন্টন বালিকায় চ্যাম্পিয়ন সদর উপজেলার বন্যা ও রাকা জুটি রানার্স আপ মুজিবনগর উপজেলা জয়িতা ও তামান্না জুটি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী, সাজেদুল ইসলাম প্রমুখ সহ অনেকই উপস্থিত ছিলেন।